লীলাভাষ

লেখক
কৌশিক খাটুয়া

যা’’ কিছু দৃশ্যমান অথবা অদৃশ্য

 সবইতো তোমার সৃষ্টি,

মন্দ-ভালো, সাদা-কালো

 খরা থেকে অতি বৃষ্টি,

মনের ভাব যোগায় ভাষা,

 আনে সংস্কৃতি কৃষ্টি৷

তোমার লীলায় এত বৈচিত্র

 সবেতেই সম দৃষ্টি!

জানা-অজানার যত অনুভূতি

ভাবের গভীরে চরম আকুতি

না বলা কথার গোপনীয়তায়

তোমার গোচরে সবই মুরছায়,

অতি সাধারণ, প্রাজ্ঞ-বিজ্ঞ

 সুস্থ-সবল, দুরারোগ্য,

 ধনী-দুস্থ, উদয়-অস্ত

লীলার ছন্দে নৃত্যে ব্যস্ত!

স্থাবর-অস্থাবর যত সম্পদ

 সমস্যার সমাধান,

বিপদ-আপদ-সঙ্কট মাঝে

 করেছ প্রতিবিধান৷

প্রতিকার হয়ে মর্মে বিরাজো

 কঠিন জটিলতায়,

রয়েছো আমার ক্লেশে উল্লাসে,

 উদার মানবতায়৷

অনুতে অনুতে তনুতে তনুতে

 দূর নীলিমায়, রামধনুতে

 রয়েগেছো ভালোবেসে৷

পাখির কুজনে রবির কিরণে

 ষড় ঋতুর নবীন বরণে

 চির অমলিন অক্লেশে৷

আছো ব্যর্থতা-সাফল্যে সমভাবে,

আছো জনসেবার পবিত্র মনোভাবে,

আছো মল্লিকা মালতীর সৌরভে

আছো প্রকৃতির অকৃপণ বৈভবে৷

আছো মানব মনীষার উত্তুঙ্গ গৌরবে৷