ছোটবেলায় স্কুলে মজার
কত যে ছিল সই,
এখন স্কুলে সঙ্গী আমার
খাত-কলম-বই৷
আমার কাছে স্কুল মানে
ছিল দারুণ মজা,
স্কুল এখন আমার কাছে
বড্ড কঠিন সাজা৷
আগের ওই স্কুল লাইফে
তাকালে এক নজর,
দেখতে পাই হাসি খুশি
মজার কিছু বছর৷
ফেলে আসা স্কুল লাইফটা
মিস করি ভীষণভাবে,
পেরোলে আর বছর ক’টা
ভাবী কি যে হবে৷
অবসর সময় স্মৃতিগুলো
মনে পড়ে যখন,
তখন আর এখনের মাঝে
বুঝি তফাৎ ভীষণ৷
সব জিনিসের এখন যেন
বদলে গেছে মানে,
বদলাবে আরও কতকি
কেই বা তা জানে৷
ছোটোবেলাতেই ছোটবেলাকে
মিস করি অনেক,
নতুন শিক্ষা দিয়ে যায়
দিনগুলো প্রত্যেক৷
মনে মনে তাই এখন
স্থির করলাম নিজে,
জানতে আরও কতকি বাকি
বের করব খুঁজে৷
সুখ-দুঃখের অতীতকে আমি
ফেলে আমার পিছু
জীবনপথে এগোতে এগোতে
শিখব অনেক কিছু৷
- Log in to post comments