মান্ধাতা

লেখক
কৌশিক খাটুয়া

আমি সেই নরকুলের

প্রথম রাজা ‘মান্ধাতা’৷

তোমরা কি পেয়েছ সেই

শ্মরণাতীত বারতা!

তারপর থেকে বিশ্বে প্রথম

শুরু রাজতন্ত্র৷

আজও কোনো দেশে পরম্পরায়

রাজদণ্ডই শাসনতন্ত্র৷

 

তোমরাতো জানোনা সেই ইতিহাস,

এও এক নিষ্ঠুর পরিহাস!

ইতিহাসে এ তথ্য অনুল্লিখিত সত্য

আমায় ঘিরে পারিষদবর্গ

পাইক বরকন্দাজ

থাকতো কত অমাত্য৷

আমার সিংহাসন আমারই নির্র্মণ

নির্মমভাবে অস্বীকৃত,

দেয়নি কেহ দাম৷

 

আজও মানুষ বলে কথারচ্ছলে

মানুষ সবাই সুখী ছিল

মান্ধাতার আমলে৷

তারা হাসতো, খেলতো গাইতো গান

 

নাচতো ছন্দে তালে৷

আজ হারিয়ে গেছে সেই সত্যতা

অলিখিত ইতিহাসের অতল তলে৷