লেখক
আচার্য ত্রিগুণাতীতানন্দ অবধূত
বাঙালীর ভাষা বাংলা ভাষা
বাঙালীর আশা বাংলা ভরসা৷
বাংলায় মোর গান গাই৷
বাংলা মোদের ভাষা৷
শস্য-শ্যামল সবুজে ভরা
পত্রে-পুষ্পে গাঁথা৷
মোদের সোনার বাংলা
হে ভগবান৷৷
বাংলা ভাষাকে ছিনিবার তরে
ছল করিয়াছে পাকিস্তানি শাসক৷
বাংলার পরিবর্তে করিবে উর্দ্দু
জাতি ধর্মের নামে করিছে দেশ ভাগ৷
বীর-বিপ্লবী বাঙালী সন্তান
বাংলা ভাষার দাবিতে
হাসি মুখে মৃত্যুকে করিল বরণ৷
হে ভগবান৷৷
শহীদের রক্ত যায় নাকো ব্যর্থ
রক্তে রাঙা ওই যে বাংলা৷
বীর-বিপ্লবী শহীদ
নিঃশ্বেষে প্রাণ করিল দান৷
দধীচিরূপে ভাষার দাবিতে
পাকিস্তানি শাসকের বিরুদ্ধে
মাতৃভাষার দাবীতে৷
হে ভগবান৷৷
- Log in to post comments