মরছে  মানুষ

লেখক
বিভাংশু মাইতি

মরছে মানুষ পোকার মত

মানবতা জ্বলছে চিতায়

কলঙ্কী চাঁদ ধূম্রাকাশে

লাজ ঢাকতে মুখ লুকায়

           

            চিত্ত চিতায় কঁকিয়ে কাঁদে

            নীরবে বিনা প্রতিবাদে

            বিবেক বুদ্ধি অবরূদ্ধ

            ভোগবাদের মরণ ফাঁদে৷

 

নৃত্যরত নিলাজ নেতা

স্বরূপ ভুলে ব্যাভিচারী

সমাজ-দেহ কোমায় শুয়ে

বীভৎস আজ অত্যাচারী৷

           

            ব্যর্থ প্রেমে গায়ে আগুন

            পড়ার চাপে গলায় ফাঁস

            ধর্ষকরা এক নিমেষে

            ধর্ষিতার ফেলছে লাশ৷

        

এর পরেও জীবন আছে৷

আছে ‘ভালো’র অমোঘ টান

অন্ধকারের বক্ষ চিরে

প্রভাত রবির আলোক স্নান৷