‘‘যশোর নগর ধাম, প্রতাপ আদিত্য নাম৷’’পূর্ববাংলার (অধুনা বাংলাদেশ) এক প্রসিদ্ধ জেলা এই যশোহর৷ কিন্তু এই জেলার নাম যশোহর হলো কেন? যশোহর লোক মুখে যশর৷
আরবী ভাষায় যশর বা যশোর শব্দের অর্থ সেতু৷ যশোর নদী-নালার দেশ বলে সেখানে পারাপারের জন্য সেতু আছে অনেক৷ এই সেতুর বাহুল্যের জন্যই এই জেলার নাম হয়েছে যশোর৷
বাকিংহাম সাহেব লিখেছেন---‘The name of Jasar, the bridge, shows the nature of the country, which is the completly intersected by deep water.’’
আবার হরিশচন্দ্র তর্কালঙ্কারের ‘‘রাজা প্রতাপাদিত্য চরিতে দেখা যায়, পূর্ববঙ্গের শেষ পাঠান রাজা দায়ুদশাহ মোগলদের কাছে পরাজিত হয়ে পালিয়ে যান৷ পালাবার সময় রাজধানী গৌড়ের যাবতীয় রাজসম্ভার ও ধনরত্ন বিক্রমাদিত্যকে দিয়ে যান৷ বিক্রমাদিত্য ছিলেন প্রতাপাদিত্যের পিতা৷
প্রতাপাদিত্যের আমলেই প্রথম ‘‘যশোহর’’নামের উৎপত্তি হয়৷ এইরূপ অনুমান অসঙ্গত নয় যে, গৌড়ের যশঃ হরণ করে ‘যশোহর নগর গড়ে উঠেছিল বলেই এইরূপ নামকরণ৷
আবার অনেকের বিশ্বাস, প্রতাপাদিত্যের রাজত্বকালে তাঁর খুল্লতাত কবি বসন্ত রায়ের যশের জন্যই ‘যশোর’নাম হয়েছে
সাহেবী রিপোর্টে আরেকটি সূত্র পাওয়া যায়---''It was intended to express the idea Supremely glorious.'‘অত্যধিক যশস্বী ছিল বলেই এর নাম হয়েছিল যশোর৷
- Log in to post comments