লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
বিষাক্ত কন্টক-পথে পণ করে’ প্রাণ
শুরু হলো আমাদের নব অভিযান৷
মান নেই, খ্যাতি নেই, নেই সমর্থন---
আছে জ্বালা, আছে ব্যঙ্গ---সহস্র বন্ধন৷
শুভ কাজে যত শুনি তিক্ত অপবাদ
অট্ট হেসে তত পাই রোমাঞ্চের স্বাদ!
ড্রাগনেরা ঘিরে আছে প্রগতির পথঃ
সংগ্রামে প্রস্তুত আছি--- নিলাম শপথঃ
জীবন সংকটে কভু হটবো না পিছে,
পেয়েছি অভ্রান্ত পথ মৃত্যুভয় মিছে,
মাঝপথে যদি নামে দুর্র্যেগের রাতি,
যদি ওঠে ক্ষুব্ধ ঝঞ্ছা নাহি রয় সাথী
আমাদের অভিযান থামবে না তবু---
তিলে তিলে দেবো প্রাণ দমবো না কভু৷৷
- Log in to post comments