নবান্নের আহ্বান

লেখক
কৌশিক খাটুয়া

এসেছিলে যদি থাকো কিছুক্ষণ

 কিছু কথা যাও বলে,

কিছু শুনে যাও অবুঝ সবুজ

 না বলে যেওনা চলে৷

 

জমা কথা আজ হবে বিনিময়

 সবার সাথে হবে পরিচয়

চায়ের আসরে সব সমাধান

ভিডিও রেকর্ডে রইবে প্রমাণ৷

 

 বর যাত্রীর বাস এসেছিল

তারা এসে তবে কোথা চলে গেল

আমি একা বসে বাসর সাজায়ে

 শূণ্য রাজমহলে !

 

বরযাত্রীর গোঁসা হয়েছে

 বুঝতে পারেনি পিসি,

তাদের দাবি লাইভ স্ট্রীমিং

 দেখুক বঙ্গবাসী৷

 

রাজমহলে যাবেনা সবাই

যাবেতো বিশেষ অতিথি,

দূর থেকে যদি সবাই দেখে

হাসি ফুটিয়েছে সম্প্রীতি!