লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত
নববর্ষের শুভ প্রভাতে
প্রীতিভরা অভিনন্দন
জানাই সকলকেই এ জগতে,
আনন্দে ভরুক সবার মন৷
সকল হৃদয়ে আজ হোক
চেতনার উন্মেষ,
দূর হোক জড়ীভূত
দ্বন্দ্ব ও বিদ্বেষ৷
আমরা রয়েছি মিলে
এক প্রাণ এক মন,
সবাই সবার পাশে
সবাকার আপনজন৷
কেহ নয় পর, দুদিনের খেলা,
এই ভূবনের লীলা,
নিঃস্ব হাতে এসেছি সবাই,
নিঃস্ব হাতেই ফিরিবার পালা৷
মিছে হানাহানি কেনই বা এত,
দুঃখ কিসের তরে?
বিধাতার দান সবার জন্য
ক্ষণিকের এ সংসারে৷
আকাশ বাতাস সূর্য চন্দ্র
ঢেলে দেয় সবে আলো,
উদ্ভিদ, পশু, পাখি মোদের আত্মীয়,
বাস সবারেই ভাল৷
এই ব্রত নিয়ে এগিয়ে চলতে,
নাহি বাধা কোন আর,
গড়িব নুতন বিশ্ব আমরা
পরমপুরুষের এ সংসার৷
নববর্ষের পুণ্য লগ্ণে
এই আমাদের শপথ,
মঙ্গলময় কর্মে রত রব,
ছুটিবে বিজয় রথ৷
- Log in to post comments