লেখক
প্রভাত খাঁ
তোমার যা কিছু আছে সবই তো তাঁর
এটাও জেনো তিনি তো তোমার৷
এ ভব সংসারে চলে চল
একাত্ম হয়ে শ্রীচরণে তাঁর৷
মনে রেখো সদা সবাই
আপন পর কেহ নন,
আর সকলের যিনি সেই একই আপন
শুধু তিনি একৃৃা লীলা করে যান৷
তারকব্রহ্ম যখন আসেন
তাঁদেরই তিনি সঙ্গী করেন
যাঁরা মুক্তির তরে ব্যাকুল হয়ে
আহ্বান করেন প্রাণপনে তাঁরে৷
এই পরম চরম সত্য কথা
যাঁরা বোঝেন তাঁরাই ভক্ত হন৷
আর তাঁরই সাথে তাঁরা
চিরকালই রন৷
নীতিবাদী যাঁরা প্রাউটিষ্ট
তাঁরা বিশ্ববোধে উদ্বুদ্ধ হন৷
এঁরা তাই কেউই স্বার্থ সিদ্ধিতে
কোনদিনই উৎসুক নন৷
যাঁরা যম নিয়মে সচেতন
আর পরহিতে তুষ্ট৷
তাঁরাই মহান দেশ সেবক
আর সদাই সন্তুষ্ট৷
সদা মনে রেখে তাঁরই কথা---
‘‘কোন পাপশক্তির অঙ্গুলি হেলনে,
কোন কল্মষোপজীবীর ভ্রুকুটি উচ্চালনে,
কোন চণ্ডনীতির আস্ফালনে উঠিবে না বসিবে না৷
- Log in to post comments