(১) নেতাজী সুভাষচন্দ্রের জন্ম কবে ও কোথায়?
উত্তর ঃ ১৮৯৭ খ্রীষ্টাব্দের ২৩শে জানুয়ারী, কটকে,
(২) নেতাজীর পিতা ও মাতার নাম কী?
উত্তর ঃ পিতা---জানকীনাথ বসু,
মাতা---প্রভাবতী দেবী,
(৩) তিনি কার কাছে দেশসেবার ব্রতে দীক্ষা লাভ করেন?
উত্তর ঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কাছে,
(৪) তিনি কবে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন?
উত্তর ঃ ১৯২৪ খ্রীষ্টাব্দের ১৪ই এপ্রিল
(৫) তিনি কবে ছদ্মবেশে দেশত্যাগ করেন?
উত্তরঃ ১৯৪১খ্রীষ্টাব্দের জানুয়ারীতে,
(৬) কোন সালে বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়?
উত্তর ঃ ১৯৪৫ খ্রীষ্টাব্দে,
(৭) সুভাষচন্দ্র বসু কী নামে ভূষিত করেছিলেন?
উত্তর ঃ ফাদার অফ দি নেশন
(৮) সুভাষচন্দ্র বসু কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
উত্তর ঃ দু’বার,
(৯) কত সালে নেতাজী সুভাষ জার্মানীতে পা রাখেন?
উত্তর ঃ ১৯৪১ সালের এপ্রিল মাসে,
(১০)কটকের কোন স্কুলে সুভাষচন্দ্র বসু প্রথম শিক্ষালাভের জন্যে ভর্তি হন?
উত্তর ঃ র্যাভেন্শ কলেজিয়েট স্কুলে৷
- Log in to post comments