পুঁথি পড়ে হয় না বিকাশ আকাশ হতে
ঝড়ে না বাদল মেঘ ছাড়া ওড়ে না শূন্যে চাতক
ময়ূরেরা কভু নাচেনা না শুনে মেঘের মাদল
একা পুরুষ পারে না জমাতে জাতক সঙ্গীহীন৷
সঙ্গমের স্রোতের ধারায় হারায় পুণ্যের পাপ
জন্ম কি আজন্ম অভিশাপ? বেদান্তের ইতিকথা
ব্যাসের পিতামহ কিংবা কাশীরাম দাসের পূণ্য
ললাটের সীমারেখা ভরা চন্দনের আল্পনা৷
গৈরিক বসনে ঢাকা সন্ন্যাসীর মুগ্দ শোভাযাত্রা
সংকীর্ত্তনে মত্ত কাকের বাসায় কোকিলের জপ
প্লাস্টিকের ডিমে ঊষ্ণ ওমে কখনও ফোটে কী বাচ্চা
ঋতুহীন অরসরে কদম্ব কি ছড়ায় সুগন্ধ?
আন্তর্জাতিক আত্মা কোন পরিমণ্ডলে শশব্যস্ত
অনঙ্গ আকাশবাণী কোন্ ইথারের মধ্যমণি
ফুটে চলে সমস্ত সৌরজগতের কিনারা ধরে
দুদণ্ড আটকে রেখে কেউ কি এনেছে অবনীতে?
সনাতন শুনের অন্বেষণে কে বা ডুবেছে আমৃত্যু
পবিত্র সলতের আলো সহস্রারে করেছে মুগ্দ
কুণ্ডলিনীর ছায়াশক্তি সঞ্চালনের যে ত্রিনেত্র
অনির্বাণ আলোর মালায় বিভূষিত মহাকাল৷
- Log in to post comments