লেখক
শিবরাম চক্রবর্তী
কামনা ঝাঁকুনী
বাসনার কাঁপুনী
মাঝে মাঝে এসে
মনের স্থিরতারে
অস্থীরে কোরিবারে
ধরে মোরে ঠেসে৷
হয়ে খুব অসহায়
বাঁচিবার চেষ্টায়
ভাবি মনে মনে
এ যেন তোমার
পরীক্ষায় আমারে
ফেলেছো এইক্ষণে৷
সাথে সাথে একবার
ডাকিলে তোমারে
দেখি তব কৃপায়
কামনা-বাসনার
সবটুকু ধার
ভোঁতা হয়ে যায়৷
সদা স্বার্থে বিকি-কিনি
ভালমন্দের পরশ মাখি
ভালতে পাই সুখ সে সময়
মন্দে দুঃখের ঝরে আঁাখি৷
সুখ, দুঃখ চলতেই থাকে
জীবনের হয় সেতো সাথী
মন অলক্ষে শান্তি চায়
ধ্যান চলে তার দিবা রাত্রি৷
ধ্যানের ধনে উদার মনে
অসীমের ডাক যখন শুণি,
স্বার্থ আর ভালমন্দের
ভোলে না কোন ধবনী!
- Log in to post comments