নোবেল গেছে চুরি

লেখক
শ্রী রামদাস বিশ্বাস

বাঙলার কবি রবীন্দ্রনাথ হলেন বিশ্বকবি

আজ লিখছি নোবেল জয়ী দেখে তোমার ছবি৷

তুমি বাঙলার তথা ভারতের প্রথম নোবেলজয়ী

তোমার গর্বে বুক ভরে মা’র বাঙলা মমতাময়ী৷

বাঙলার কবি নোবেল পেয়েছো ঊণিশশো তেরো সালে

পৃথিবীর মানুষ তোমার নামে আজও প্রদীপ জ্বালে৷

দুঃখ উপচে বক্ষে আজি সে নোবেল গেছে চুরি

ভারত সরকার দেশ জুড়ে চোর ধরিতেছে ভুরি ভুরি৷

ধরা পড়িল না নোবেন চোর ভাবিয়া অবাক হই

এ বেদনা আজই বলো বলো কারে কই৷

কে আছো বন্ধু পারো কি বলিতে জুড়াবো কিসে ব্যথা

কে পরিবে বলো আমার এ বেদনা গাথা৷

বোবা ধরাবাসী আজই তোমার তরে কাঁদে

কে ধরিবে চোর বল, কে আর কাহারে বাঁধে৷

জগতে সবাই চোর আজিকে ফিকির খুঁজিয়া ফেরে

বুঝিতে পারিনা এ  কোন অমানিশার আঁধার ঘেরে৷