লেখক
শিবরাম চক্রবর্ত্তী
জাতের নামে বজ্জাতি ভাই
শেষ করার আছে উপায়,
এক সে মানব জাতি সবাই
থাকা চাই সব এক এই ভাবনায়৷
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান
ধর্মমতের বিভেদ থেকে
মানব ধর্মের রাখলে প্রাণ
কোন মত তার দেয় না ঢ়েকে৷
ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা
হেন কথায় মন যদি ধায়,
জগৎ তখন হলে যা তা
মরব মোরা গোলক ধাঁধায়৷
মিথ্যার ওপর দাঁড়িয়ে কী
সত্য কভু জানা যায়
বিজ্ঞান ভাবনায় যদি দেখি
জগৎ সত্যের ভাগ সে চায়৷
শ্রীশ্রীআনন্দমূর্ত্তি
যুক্তির দ্বারা বলেন এবার
ব্রহ্ম সত্য ঠিকই সত্যি
আপেক্ষিক সত্য জগৎ সংসার৷
এই কথা আজ শোনার পরে
জগততে আর কেউ না ভুলে,
এ বিশ্বকে আপন করে
রাখে সবাই মাথা তুলে৷
- Log in to post comments