পবিত্র স্বাধীনতা রক্ষায়!

লেখক
প্রভাত খাঁ

পবিত্র স্বাধীনতা লাভ মানুষের জন্মগত

অধিকার শ্বাস-প্রশ্বাসের মত৷

এটি মহান স্রষ্টারই অবদান

বাঁচাইতে জীব জন্তু গাছ-পালার প্রাণ৷

স্বাধীনতা কেড়ে নেয় স্বার্থান্বেষী যারা

আপন স্বার্থের তরে লোভী হীন মনা তারা!

কিন্তু স্বার্থান্বেষী শাসকের দল

গরীবের অন্ন কেড়ে নেন!

স্বাধীন দেশেতে কেন নাগরিকগণ

জাত,পাত, উচ্চ-নীচ ভেদাভেদ উন্মত্ত হন!

শোষণ নির্যাতন বঞ্চনায় রক্তশূণ্য যাঁরা

কি করে বুঝিবে হায় দেশের নাগরিক তাঁরা!

বাঁচার তরে অন্ন,বস্ত্র, শিক্ষা, চিকিৎসা,

বাসস্থানের যোগান দিতে হয়

তাঁদের যাঁরা শাসনে আছেন৷

তবে তো বঞ্চিতের দল

আনন্দে  আত্মহারা হবেন

কোটি কোটি দিশেহারা শোষিত জন

আমাদের দেশ জননীকে রক্তাক্ত করে

ইংরেজ শাসকদল স্বেচ্ছাচারী হয়ে

সাম্প্রদায়িক বাঁটোয়ারা নিক্তিতে মেপে

পাড়ি দিল জীর্ণ শীর্ণ স্বাধীনতা ধাপে ধাপে দিয়ে৷

মনে পড়ে যুদ্ধ বাঁধালো তারা এ মাটির বুকে

জনগণ কাতর হলো উদ্বাস্তু সমস্যা

আর  যুদ্ধের কারণে৷

কিষাণ জোয়ান ভাই রক্ষা করে মায়ের সম্মান৷

স্বাধীনতা রক্ষা তরে দিয়ে আত্ম বলিদান৷

তাই স্বাধীনতা রক্ষা তরে শাসকের দলে

অধিকতর মন দিক জন সেবায় দল বাজি ছেড়ে৷