লেখক
সাক্ষীগোপাল দেব
বিশ্ব জুড়ে মানবতা
কান্না কাতর ভুলুন্ঠিতা,
লক্ষ রাবণ হরণ করে
মনুষ্যত্বের স্বর্ণ সীতা৷
বিবেক গেছে হারিয়ে কবে
বিবেকহীনের অত্যাচারে,
দেবকীরা কাঁদছে শোকে
কংসরাজের কারাগারে৷
কাঁদছে ধুলায় মানবতা
কাঁদছে মানুষ অহর্নিশি,
মনের আশার আলোটুকু
অন্ধকারে গেছে মিশি
কোথায় আলো কোথায় আশা
সব খেয়েছে সর্বনাশা,
হৃদয় কোণে ছিল যত
প্রেম, মমতা, ভালবাসা৷
উন্নত শির প্রাউট এলো
ব্রজ কঠিন পাথর ভেদি,
দেহে মনে ক্ষাত্র তেজে
জ্বলছে যেন অর্ক জেদি৷
পূর্বাচলে নোতুন ঊষা
আনল আশা আনল আলো,
এই ধরণীর কোণে কোণে
আদর্শেরই দীপ জ্বালালো৷
আসছে যত সূর্য শিশু
ঝলমলিয়ে সোনার রথে,
আসছে অযুত প্রাউট সেনা
সত্য, ন্যায়ের, ত্যাগের পথে৷৷
- Log in to post comments