লেখক
কৌশিক খাটুয়া
আমি এ’ যুগের যিশু---
বিশ্বপিতার কোলে হাস্যরত
এক অপাপবিদ্ধ শিশু৷
যদি বিশ্ববাসী উচ্চঃস্বরে
দুষে মোরে নিরবধি,
আমারে চিনিতে না পেরে
ক্রশবিদ্ধ করে যদি,
তবু বলে যেতে চাই
ক্ষমা কর প্রভু, ক্ষমা কর আজ তারে,
শরীরে মননে আঘাত হানিল যারা
নির্মম অবিচারে৷
চিনিতে পারেনি আমি কোন জন
চিনিতে চায়নি তার হৃদয় মনন,
তাই অনায়াসে অকারণে দুষে
কার মঙ্গল আনে?
অপূরণীয় ভুল, নাই সমতুল
আজ এরা নাহি জানে৷
যেদিন জানিবে সময় ফুরাবে
অনুতাপে মন প্রতিবিধানে
সত্যের অপমানে!
ক্ষমা কর তারে, ক্ষমতার ভারে
যে হারায় ঔচিত্য বোধ,
চাই শুভবুদ্ধির উদয়, হিংসার লয়,
চাইনাকো প্রতিশোধ৷
- Log in to post comments