লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
একই সত্ত্বা বিরাজ করে
প্রাণে প্রাণে সকল স্থানে,
ধরি তাহাই মনের কোনে
অনুধ্যানে অভিধ্যানে৷
একই রাগের ধারা বেয়ে
নাচে সবাই তানে তানে,
ফুটলে কুসুম আসে প্রভাত
কজনই বা বোঝে মানে?
চাঁদনী রাতে জোয়ার জলে
বিরহীরা মাতে স্নানে,
অসীম অপার ভাবস্রোতে
চলছি মোরা একই পানে!
- Log in to post comments