আজ জীবনের সকল ক্ষেত্রেই নীতিহীনতার এক কালো ছায়া দ্রুত ঘনিয়ে আসছে ও তা মানুষের প্রগতির পথে দারুণ অন্তরায় সৃষ্টি করে চলেছে৷ নীতিহীনতার এই আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করতে চাই প্রচণ্ড শক্তিশালী নৈতিক বল৷ এই দুর্দান্ত নৈতিক বল গণতান্ত্রিক ব্যবস্থায় কোন সরকারের কাছ থেকে আশা করা যায় না৷ এটা আমরা আশা করতে পারি অরাজনৈতিক পক্ষ থেকে৷ ক্ষমতায় অধিষ্ঠিত কোন দল বা নেতাদের খামখেয়ালী কাজকর্মকে বাধা দেওয়ার মতো নৈতিক বলের যদি সমাজে অভাব দেখা দেয়, তাহলে যে কোন সরকার–তা সে ফ্যাসীবাদী, সাম্রাজ্যবাদী, সাধারণতন্ত্রী, একনায়কতন্ত্রী, আমলাতান্ত্রিক বা গণতান্ত্রিক, যাই হোক না কেন–সে সরকার অত্যাচারী হতে বাধ্য৷ সরকারের নীতিহীন কাজকর্মের ফলেই গণ–ভ্যুত্থানের জন্ম হয়৷ উন্নত মেধাসম্পন্ন মধ্যবিত্ত সম্প্রদায়, অর্থনৈতিক দুরবস্থার জন্যে যারা উত্তেজনায় ফুটতে থাকে, এরাই অপশাসনের বিরুদ্ধে গণ–ভ্যুত্থানের নেতৃত্ব দেয় ও শেষ পর্যন্ত সমাজের এই রাজনৈতিক সচেতন অংশই
Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার