স্বাধীনতার কালে বাঙালী আগুন জ্বালে

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

বীর বাঙালী বাঘাযতীন,

প্রফুল্ল, বাদল, দীনেশ, বিনয়

মাতঙ্গিনীর মতো বহু

বীরঙ্গনা নারী বাঙলায় জন্মায়৷

এরা সবাই বাঙালীয়ানায়

বড়ো হয়ে শেষ কালে

ভারতস্বাধীন করার লাগি

লড়াই করেন সমানতালে৷

মারের মুখে কেউ বা পড়েন

কেউ বা নারীর সতীত্ব খুইয়ে,

বন্দেমাতরম্‌ ধবনি তুলে

ভারতমাতায় যায় জয় গেয়ে৷

এরা বাঙালীর ঘরে ঘরে

পেয়ে নারীর খুব মর্যাদা

চিরদিনের জপমালায়

বাঙালীর ভাবে থাকবে বাধা৷

১৭

মিলন মেলা

আচার্য গুরুদত্তানন্দ অবধূত

বিশালতা ভরে মন

কি বা রণন...

তাপস বসি সদা

ভাবে সারাক্ষণ

তপোবন, তপোবন৷

কিবা ধ্যানে যোগীগণ

মাধুরীতে ভরি মন

কার সনে কহে কথা

জাগি অনুক্ষণ

তপোবন, তপোবন!

সুর লয়ে তুলি তান

করি কার অভিধ্যান

পথ বেয়ে চলে ওই

যত গোপীগণ

তপোবন, তপোবন!

ভুলি সব দিনক্ষণ

করি সব একপ্রাণ

প্রীতি উৎসবে মাতে

মার্মিক জীবন

তপোবন, তপোবন!