লেখক
প্রভাত খাঁ
ন্যায়, সত্য মানবতার মূর্ত্তপ্রতীক
বিবেকের আনন্দ তুমি বিবেকানন্দ
তোমার অমৃতবানী জাগায়েছে বিশ্ব সংসারে
একসূত্রে বেঁধে দিতে মানব সমাজে৷
জাতপাত ভেদাভেদ দূরাচারি
আচণ্ডালে ভালবেসে মাটির পৃথিবী পরে
সচেষ্ট ছিলে এক মানব সমাজ গড়ি
তাঁর মনে আনন্দ যোগাতে৷
২
হে বীর দৃঢ়চেতা সর্বত্যাগী সন্ন্যাসী
বিশ্ব আত্মায় তুমি প্রতিষ্ঠা করেছো
জগতে অধ্যাত্ম জ্ঞানের বানী দিকে দিকে ছড়ায়ে৷
ক্ষণ জন্মাতুমি, তোমার কর্ম এষণা
তোমাকে প্রতিষ্ঠিত করে গেছে
চিরকাল এ জগৎ সংসারে৷
৩
আজ তুমি নেই মহা কীর্ত্তি তব
জাগ্রত প্রহরী সম সকলের মনে
তোমারে বসায়ে রাখি’ ধন্য করি
রেখে যায় কৃতজ্ঞতা পাশে৷
স্বর্ণগর্ভা এ মহান দেশে
তুমিই চিনায়েছ তাঁরে এ জগতে
এক অধ্যাত্মবাদী স্বদেশ হিসাবে৷
বিশ্ব মন জয় করি’ অধ্যাত্ম প্রেমে৷
- Log in to post comments