শীতের দিনে

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

শীতের দিনে দিনটি ছোট

সময় ছুটে চলে,

সোহাগ মাখা রোদে বসে

সুখের কথা বলে৷

শীতের দিনে রাতটি বড়

শুয়ে মজা লেপে,

সকাল বেলায় ঘুম না ভাঙ্গায়

বাবা যান ক্ষেপে৷

শীতের দিনে রান্না ঘরে

একবারটি যাওনা,

মূলো বেগুন কপি পালং

রান্না কত খাওনা৷

শীতের দিনে পিঠে পুলি

খেজুর গুড়ের পায়েস,

মা–ঠাকুরমা বানিয়ে দিলে

খেয়ে হয় আয়েস৷

শীতের দিনে খেজুর গাছ

কাটলেই রস পড়ে

সেই রস সব দেখলে ভাঁড়ে

লোভে জিভটি নড়ে৷

নলেন গুড়ের গন্ধে–

কচিকাঁচারা উনুন ঘিরে

বসে যায় আনন্দে৷