সোশ্যাল মিডিয়ার ভালো-মন্দ 

লেখক
বীরেশ্বর  মাইতি

 প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার  পাশাপাশি  সোশ্যাল  মিডিয়া  নামক  একটি  নোতুন  জগতের  সাথে  আমাদের  পরিচিতি  ঘটেছে৷  একবিংশ  শতাব্দীর  সূচনা  লগ্ণ  থেকেই  সোশ্যাল মিডিয়ার পথ চলা  শুরু৷  বর্তমান সময়ে  এর  প্রভাব  ও বিস্তার  উপেক্ষা করার  মতো নয়৷ আট  থেকে  সোশ্যাল মিডিয়ায়  পথ চলা  শুরু৷ বর্তমান  সময়ে  সব বয়সের মানুষের কাছেই  সমাদর  লাভ করেছে ফেসবুক , হোয়াটস অ্যাপ, টুইট্যার, ইন্সটাগ্রাম ইত্যাদি ৷

লক্ষ কোটি  মানুষের  মেল বন্ধন ঘটেছে  সোশ্যাল  মিডিয়ার  মাধ্যমে৷  আঙুলের  স্পর্শে ভৌগোলিক দূরত্ব  মুছে যাচ্ছে, দেশ মহাদেশ  মহাসাগর  অতিক্রম  করে  মানুষ  মিশে যাচ্ছে, একাকার  হয়ে যাচ্ছে  স্থান-কাল-পাত্র  উপেক্ষা করে৷

সোশ্যাল মিডিয়ার  সবচেয়ে  বড় অবদান  হলো  প্রতিটি  মানুষ  নিজের  কথা বলার  একটা  প্লাটফর্ম পেয়েছে৷ নিজের  মতামত, অনুভূতি  উপলদ্ধি  সবকিছু   ভাগ করে  নিতে পারছে  অন্যের  সাথে৷  সে দিক থেকে  দেখতে গেলে  সোশ্যাল মিডিয়া একটা সামাজিক  বিপ্লব  এনে দিয়েছে মানুষের  সমাজে৷ সাধারণ মানুষের  দৈনন্দিন  জীবনের  ছবি  যেমন  আমরা  দেখতে  পাচ্ছি  তেমনি  ব্যষ্টি মানুষের চাওয়া-পাওয়া শুধু  তাই নয়  পৃথিবীর  নানা  জনজাতি, নানা সংস্কৃতির  মানুষের মধ্যে  জ্ঞান  বিজ্ঞান  সাহিত্য দর্শন -রাজনীতি  সমাজনীতি  প্রভৃতি  জ্ঞান  সাম্রাজ্যের মণি-মুক্তা আদান-প্রদান করে নিচ্ছি৷ সেদিক থেকে সোশ্যাল  মিডিয়া  সাংস্কৃতিক  ভাব বিনিময়ের  অন্যতম  বিশ্বস্ত মাধ্যম  হয়ে উঠেছে একথা  অস্বীকার  করার  উপায় নেই৷ এছাড়া সমাজের  নানা ব্যাভিচার, প্রতিবন্ধকতার  কুসংস্কার, গোঁড়ামির  মূলেও কুঠারাঘাত  করছে সোশ্যাল মিডিয়া৷