শ্রদ্ধার্ঘ্য

লেখক
কৌশিক খাটুয়া

সভ্যতার আলোকবর্তিকা

 যাঁরা পৃথিবীকে দেখায়,

তাঁর মধ্যে অন্যতম শিক্ষক৷

 তাঁরা শিক্ষক, তাঁরা পরীক্ষক,

ছাত্র তথা সমাজের

 চিরন্তন অভিভাবক৷

একটি মানুষ সমাজের এক একক,

উপযুক্ত পরিচর্যায় হয় পথ প্রদর্শক৷

একাধিক মানুষ নিয়ে

                   গড়ে ওঠে সমাজ,

সু-শিক্ষা ও সংস্কৃতি

                   সেথা করুক বিরাজ৷

শিক্ষায়, দীক্ষায়,

          সংস্কৃতিতে হলে অগ্রগণ্য,

সমাজ ও দেশ হয় ধন্য ধন্য!

শিক্ষকের নাই কোনো দেশ-কাল-পাত্র,

সবাইতো একান্ত অনুগত ছাত্র৷

তা’কোনো বিদ্যা-মন্দির হোক,

 সমাজ কিম্বা দেশ,

শিক্ষক সৃষ্টি করেন শিক্ষার পরিবেশ৷

 সর্বত্র সকলের মঙ্গলার্থে পথ নির্দেশ,

যুগ-যুগান্তরে এই স্বতঃস্ফূর্ত

সেবার নাই কোনো শেষ৷

সার্থক হয় শিক্ষকের নিঃস্বার্থ শিক্ষাদান,

যুবসমাজের লক্ষ্য হোক

 দেশের কল্যান,

আজ শুভদিনে শ্রদ্ধা নিবেদনে

 তাঁদের বিনম্র প্রনাম৷