লেখক
কৌশিক খাটুয়া
তিনি নাই, তবু কর্মের প্রেরণা হয়ে আছেন মনে,
আজীবন কর্মব্যস্ততা রবে স্মরণে৷
কলম ছাড়েনি তাঁর অসুস্থ শরীর,
অগাধ আস্থা তাঁরে করে নিশ্চিত বীর৷
শরীরকে উপেক্ষা করে দিবা-নিশি এক করে
চলে পত্রিকা সম্পাদনা, একি বিষম দায়!
ছিলনা কি কোন উপায়?
কর্মের প্রতি তাঁর একি উন্মাদনা!
আজ টেবিলে রয়েছে চশমা
কলম হয়েছে স্তব্ধ,
শূন্য শয্যার পানে চেয়ে চেয়ে
কন্ঠ হয়েছে মোর রুদ্ধ৷
কাল যে শয্যায় দেখেছি দাদাকে
আজ দেখি নিস্প্রাণ দেহ,
এমনটি হবে জানিতাম না
ভাবিতে পারিনি কেহ৷
এসে সত্য ও শিবের সন্ধানে
সৃষ্টির উৎসমুখে আবদ্ধ রবে প্রীতির বন্ধনে
‘‘নোতুন পৃথিবী’’ যবে রবে নিরবধি৷
- Log in to post comments