লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত
হে প্রভু মুক্ত কর ষড়রিপু
অষ্টপাশের জালি,
ক্ষুদ্র অহমিকা যদি থেকে থাকে,
তাও দিনু তোমারে অঞ্জলি৷
ভেদ ভাব কেনই বা জাগে,
কিছু মানুষের মনে?
সৎচিন্তা সদ ভাব জাগে
যেন সব মনে প্রতিক্ষণে৷
সবার মাঝেই তুমিই আছ,
তবু লীলা কর কেন সঙ্গোপনে?
জানি তুমি মিষ্টি হাসো
মিটি মিটি গোপনে৷
পাশবিকতার হোক নাশ আজি,
দৈব ভাব যেন হয় উদয়,
সব আত্মার আত্মীয় তুমি,
স্মরণে আছে তোমার বরাভয়৷
প্রীতি ভালবাসা উজাড়িয়া দিনু,
বিজয়া দশমীর শুভক্ষণে,
তোমারেই যেন পাই মোরা
সব হৃদয়ের আলিঙ্গনে৷
- Log in to post comments