লেখক
কৌশিক খাটুয়া
আজি বিজয়ার পুণ্য শুভ লগনে,
একতার সুর বহিছে পবনে গগনে৷
দূর কেহ নয় পর কেহ নয়
সকলেই আমার আত্মীয়,
সবার মাঝে লুকিয়ে যিনি
তিনি আমার ধ্যানের ধ্যেয়৷
ছোটোদের স্নেহ, বড়োদের প্রীতি,
প্রণামে করি স্মরন,
শ্রীচরণে মোর প্রণাম নিবেদনে
গুরুকে স্মরিয়া জগৎ বরণ৷
- Log in to post comments