সুখ-দুঃখ

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

ওগো সুন্দরতম, তোমার ভোরের দিগন্তে

ছোপ ছোপ মেঘগুলো রঙ বদলায়

সবুজ ক্ষেতের বৃষ্টিভেজা সরু আল ভেঙ্গে

সুখ আসে আমার ঘরে,

ওই নীল পাহাড়ের গায়ে ছঁুয়ে থাকা

এক খণ্ড শাদা মেঘের মত৷

তোমার আকাশে পবিত্র সূর্য ওঠে

আবীর-সমুদ্রে সদ্য স্নানান্তে ৷

আমার মনে কল্পনার রাশি রাশি সূর্যমুখী

পাপড়ি মেলে অপার আনন্দে৷

 

বেলা বাড়ে, চারপাশে উত্তাপ

দুঃখের গরম হাওয়া খেলা করে৷

জমে থাকা মেঘ বাষ্প হয়ে ভেসে যায়

স্বেদবিন্দু দেখা দেয় আমার শরীরে,

সৌকুমার্য্য শুকোনো মরূদ্যান-সম ক্ষীয়মান

রাঙ্গা-জবার মিয়োনোর লয়ে৷

তখনো তোমার স্নেহের স্রোতস্বিনী হাত বাড়ায়

তীরবর্ত্তী বনানীর মৃদুমন্দ দোলায়৷

আমি ভাবি, শত-সহস্র দুঃখেও সুখ আছে

যখন তোমার পরশ বাজে অন্তর মাঝে৷