সূর্য প্রণাম

লেখক
কৌশিক খাটুয়া

স্বদেশ প্রেমের অগ্ণিমন্ত্রে

            দীক্ষিত যেই জন,

পার্থিব সুখ তুচ্ছ করিয়া

            গৃহীত মাতৃমুক্তি পণ৷

বিবাহ বন্ধন ছিন্ন নয়কো

দৃঢ় করেছে সে বাঁধন,

পাশে নাই তবু ছিল যে তাঁহার

অকুন্ঠ সমর্থন৷

প্রথম দেখাই অন্তিম দেখা

মিলেছে নয়নে নয়ন,

দেশ মাতার চরণে অঞ্জলী দানে

তাইকি পুষ্প চয়ন!

 

অগ্ণিসাক্ষী পুষ্পাঞ্জলি

ভারত মাতার চরণে,

দেশের লাগিয়া তুচ্ছ জীবন

প্রস্তুত মৃত্যু বরণে৷

তব আহ্বানে প্রকাশ্যে গোপনে

উদ্‌বুদ্ধ যুব সমাজ,

ত্যাগের মন্ত্রে নিবেদিত প্রাণ

হৃদয়ে করে বিরাজ৷

 

হে বিপ্লবী বীর উঁচু তব শির

মধ্য গগনে সূর্য

বঙ্গ-হৃদয়ে বাজালে দামামা

বাজিল রণতুর্য৷

বিপ্লবীদের সেনাপতি তুমি

নব প্রজন্মের আদর্শ,

তোমায় স্মরণে মননে বরণে

প্রনামে ভারতবর্ষ৷