তা-তা, ধিন্ ধিন্,
ধিন্ ধিন্, তা-তা,
তাণ্ডব নৃত্যের ছন্দগুলি,
দেহ মনে প্রাণে আনে বল,
ধনাত্মক শক্তি জাগায়,
পৌরুষত্বের বীর্য যায় খুলি
মেলাটনিনের বৃদ্ধি পায়,
মৃত্যু ভয় দূরে রয়,
তাণ্ডব নৃত্যের অভিনব গুন,
সদাশিব প্রবর্তিত,
আনন্দমূর্ত্তিজীর আবর্তিত,
এ এক নৃত্য অসাধারণ৷
কেন একা পিছে রব,
গড়িব নূতন বিশ্ব বৈভব,
আত্ম-প্রত্যয় জাগাই মোর মনে৷
মৃত্যুরে করিয়া জয়
হব আমি মৃত্যুঞ্জয়,
দুর্নীতির পরাজয় হবে সর্বক্ষণে৷
মাভৈঃ মাভৈঃ রবে,
দিগ্বিদিক জ্ঞান শূণ্য হবে
ধর্ম রাজ্য হবে প্রতিষ্ঠা৷
সবার দেবতা
সাক্ষীগোপাল দেব
দেবতার ঠাঁই মন্দিরে নয়
নয় কোন মসজিদে
সবার দেবতা ছড়িয়ে আছে,
অনাথ আতুর মানুষের কাছে,
ধর্মের চেয়ে আগে প্রয়োজন
মেটানো তাদের ক্ষিদে৷
কার ভগবান কার চেয়ে বড়
আল্লা মালিকের আগে গড় করো
তাই নিয়ে যতো হানাহানি খুন
শুধু ধর্মের জেদে৷
মানুষের চেয়ে বড় কিছু নয়
নিজগুণে সে যে ভগবান হয়,
আল্লা যে তাঁর আপন মহিমা
রাখে মানবের হৃদে৷
বুদ্ধ, নানক, যীশু, হজরত,
দিয়েছেন মুছে মানুষের ক্ষত,
বলেছেন ভবে ভালবাসো সবে
সৎ করি আগে নিজে৷৷
- Log in to post comments