লেখক
শিবরাম চক্রবর্ত্তী
তুমি আমায় হাসতে দিলেই
তবেই আমি হাসি
সেই হাসিতে মধু যেন
ঝরে রাশি রাশি৷
তুমি আমায় কাঁদতে দিলেই
তবেই কাঁদি আমি
সেই কান্নায় মনের ময়লা
ধুলেই হব দামী৷
হাসি-কান্নার ঊধের্ব তোমার
আনন্দের সুর বাজে
সে সুর আমায় শুণতে দিয়ো
রোজ সাধনার মাঝে৷
তুমি আমায় ধ্যানের ধ্যেয়
তোমার ইচ্ছায় ভরে’
সুখে-দুঃখে সকল সময়
রেখো আমায় ধরে’৷
- Log in to post comments