লেখক
শিবরাম চক্রবর্ত্তী
মহাসম্ভূতি আনন্দমূর্ত্তি
নিয়ে মহান ব্রত,
ধরায় এলে সবই দিলে
সবার মন মত৷
যোগ সাধনা কারো মানা
না রেখে আজ তুমি,
দিতেই সবার আনন্দে এবার
পায় তাঁর আত্মীক ভূমি৷
মুক্তি মোক্ষ পরিপক্ক
করতে মন্ত্রদিলে,
ভালবেসে মিষ্টি হেসে
ভক্তেরে কোলে নিলে৷
পাপী–তাপী বিশ্ব ব্যাপী
যে যেখানে ছিল,
তোমার চরণ করতে স্মরণ
তারাও উতরে গেল৷
দুষ্ট যারা তোমায় তারা
বুঝেও অবুজ হয়ে
তোমার সাথে মদ মত্তে
লড়ে যায় সব ক্ষণে৷
তোমার ইচ্ছায় নোতুন বর্তায়
মহান আদর্শে আজ
মানব ধর্মে ত্যাগের মর্মে
বাড়ে–জগতের কাজ৷
সকল গৃহীর সব সন্ন্যাসীর
নিয়ে বল্লে– সবার
বিশ্বের মাঝে ভাল কাজে
হাত লাগাবে এবার৷
- Log in to post comments