তুমি এসেছিলে

লেখক
সুকুমার রায়

তুমি এসেছিলে সোনালী প্রাতে

আলোর ধারায় তমসা সরাতে৷

তোমার সন্তান যবে পথহারা

ঢেলেছ হৃদয়ে অপার করুণাধারা৷

পাপী-তাপি কত উচ্চ-নীচ জনে

ভেদ-বিদ্বেষ কভু করণিতো মনে৷৷

 

প্রভু তুমি অনাদিকাল ধরে

মিশে আছ বিশ্বচরাচরে

আঁধারে আলো জ্বালিয়ে

ঢালিছ সুধা ব্যথিত হৃদয়ে

সৃষ্টি স্থিতিলয়ের খেলা

কে জানে তোমার অনন্তলীলা

ভাংগাগড়া তোমার মননে

দিওঠাঁই তোমার শ্রীচরণে৷

 

কেগো তুমি এসেছিলে মোহনভাবে

জ্ঞানলোকের ধ্রুবতারা রূপে

আঁধারের কালোয় যবে ধরা

তোমরা পরশে পেল প্রাণ সারা

তুমি কোন সে ভূূবনের তারা

ঢেলেছ শূন্য হৃদয়ে মধুধারা৷