যোগ অভ্যাস

লেখক
কৌশিক খাটুয়া

আকাশের পানে হাত-পা ছুঁড়ে

কোরনা লম্ফ ঝম্প,

কাজের কাজ কিছুই হবে না

হতে পারে ভূমিকম্প!

বই পড়ে কেউ কোরনা যোগ

বেড়ে যায় তাতে দুর্র্ভেগ,

অষ্টাঙ্গিক যোগ সাধনার

চাই উত্তম উপযোগ৷

যোগসাধনা অষ্টাঙ্গিক যোগের

এক সম্মিলিত অঙ্গ,

যম নিয়ম আসন প্রাণায়াম---

মোট আটটি অঙ্গের সঙ্গ৷

ভালো করে তবে শিখে নাও সবে

আচার্যের নির্দেশ,

জনকল্যাণ এতেই নিহীত

গড়ে উঠে পরিবেশ