January 2018

অসমে ১ কোটি ৩৯ লক্ষ বাঙালীকে বিদেশী আখ্যা দিয়ে  বিতাড়নের চক্রান্তের প্রতিবাদে ‘আমরা বাঙালী’র উদ্যোগে ত্রিপুরায় বিরাট জনসভা

আগরতলা,১১ই জানুয়ারী ঃ অসমে  ১ কোটি ৩৯ লক্ষ বাঙালীর নাম নাগরিকপঞ্জী (NRC) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা  শহরের সিটি সেন্টারের সন্নিকটে  ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে  এক বিরাট জনসভার আয়োজন করা হয়৷ উক্ত জন সভায়  সভাপতির  আসন অলঙ্কৃত করেন এ্যাডভোকেট শ্রী রাখাল রাজ  দত্ত মহাশয়৷ ‘সভার শুরুতে  গোবিন্দ সরকারের নেতৃত্বে স্পান্দনিকের  শিল্পীরা  ‘বাংলা আমার দেশ’ গানটি পরিবেশন করেন৷ উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘আমরা বাঙালী’র  রাজ্য সচিব  হরিগোপাল দেবনাথ মহাশয়৷ তিনি তাঁর বক্তব্যে বলেন---অসমের ভূমিপুত্র বাঙালীদের উৎখাত করার জন্যেNRC বা জাতীয় নাগরিকপঞ্জীতে ১ কোটি ৩৯

পশুখাদ্য কেলেঙ্কারী মামলায় আবার লালুর ৫ বছরের  কারাদণ্ড

৯০০ কোটি টাকার  পশুখাদ্য কেলেঙ্কারীর  মামলায়  ভুয়ো বিল দেখিয়ে সরকারী কোষাগার  থেকে  কোটি কোটি  টাকা তুলে আত্মসাৎ করার দায়ে  তৃতীয় মামলাতেও  বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের ৫ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে৷  এর  সঙ্গে  বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী (কংগ্রেস) জগন্নাথ  মিশ্রের-ও  ৫ বছরের কারাদণ্ডাদেশ  হয়েছে৷

নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বাঙালী বাহিনী, বাঙালী নারী বাহিনী ও আমরা বাঙালী কর্তৃক বর্ণাঢ্য মিছিল

গত ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২২তম জন্মদিবস পালন উপলক্ষ্যে ইয়ূনিফর্ম পরিহিত বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনী সহ আমরা বাঙালীর সমর্থকদের এক বর্ণাঢ্য মিছিল চেতলা পার্ক থেকে হাজরা পার্ক, ভবানীপুর হয়ে এলগিন রোডের দিকে সুসজ্জিত ট্যাবলো নিয়ে নেতাজীর নামে জয়ধবনি দিতে দিতে এগিয়ে চলে৷ পথিমধ্যে ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে তাঁদের সম্বর্ধনা জানানো হয়৷ এলগিন রোডে নেতাজীর বাসভবনে এসে তাঁরা নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর সেখানে বক্তব্য রাখেন বাঙালী বাহিনীর পক্ষ থেকে প্রদীপ গুহ, এস পি সিং, সুশীল জানা, আমরা বাঙালী কলকাতা জেলাসচিব সুনীল চক্রবর্তী, সাগরিকা পাল, জয়ন্ত দাশ, উৎপল কুণ্ডু চউধু

সি.পি.এম-কংগ্রেসে জোটের সম্ভবনায় ধাক্কা

সি.পি.এম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিজেপিকে হঠাতে কংগ্রেসের সঙ্গে জোটের  প্রস্তাব দিয়েছিলেন৷  কিন্তু  তাঁর বিপরীত মেরুতে অবস্থান করেন সি.পি.এম-এর  কেন্দ্রীয় কমিটির  কারাটপন্থীরা৷ বঙ্গের রাজ্য কমিটি ইয়েচুরির পক্ষে ছিল৷ অপরদিকে  কেরলের রাজ্য  কমিটি কারাটের পক্ষে৷ শেষ পর্যন্ত  ভোটাভুটি হয়৷  তাতে  ইয়েচুরির হার হয়৷  অর্র্থৎ কংগ্রেসের সঙ্গে জোটবাঁধার  তত্ত্ব অস্বীকৃত  হল৷ এই পরিস্থিতিতে ইয়েচুরি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে চান৷ সিপিএম-এর  বাঙলার রাজ্য নেতারা ইয়েচুরিকে পদত্যাগে নিষেধ করেন৷ পশ্চিমবঙ্গে বামেদের  অবস্থা শোচনীয়৷ প্রতিটি নির্বাচনেই তাদের রাজ্যনেতারা  কংগ্রেসের হাত ধরতে

পদ্মাবতের মুক্তির নিয়ে দেশ জুড়ে অশান্তি

 সঞ্জয় বনশালের ছবি ‘পদ্মাবতী’ নিয়ে দেশজুড়ে অনেক দিন থেকে বিস্তর জলঘোলা চলছে৷  সেন্সর বোর্ড ছবিটির বেশ কিছু অংশে কাঁচি চালায় ও ছবিটির নামও পরিবর্তন করে পদ্মাবত করবার পরামর্শ দেয়৷ কিন্তু তা করেও অভিযোগকারীদের সন্তুষ্ট করা যায়নি৷ এতে রাজপুতনার ইতিহাসের বিকৃতি করা হয়েছে এই অভিযোগে রাজপুত করণী সেনা, বজরঙ্গ দল রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কয়েকদিন ধরে ভাঙচুর, অগ্ণিসংযোগ প্রভৃতি করে চলেছে৷ তাই সুপ্রিম কোর্ট পদ্মাবত মুক্তির পথে যাবতীয় বিধিনিষেধ তুলে দিলেও ব্যাপক অশান্তির কারণে গত ২৫শে জানুয়ারী দেশের সব রাজ্যে ছবিটির মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মাল্টিপ্লেক্স এ্যাশোসিয়েশন

গান হয়ে এসো

সাধনা সরকার

আমার গান হয়ে এসো,

এসো তুমি ভালবাসায়

মন মৃত্তিকার পরতে পরতে

এসো মধু মালঞ্চের রসধারায়

কত না রসে

কত না ভাবে

দেখেছি তোমাকে 

ভালবেসেছি অমৃতমধুগন্ধে

এসে প্রিয়

এসো হৃদয়পিঞ্জরে

বসত কর রূপে রূপে

ভালবাসার মাধুর্যে৷

তোমার কিরণে রাখো হে

রতন কুমার দে

প্রভু বৃথা যায় বেলা

দয়াল আমার প্রভু হে

তুমি ছেড়ে দিলে রব না শরীরে

কোথা রব আমি প্রভু হে৷৷

দিয়েছো যে কাজ তাতে মজে থাকি

তাতে পায় বাঁধা

তবু তোমায় ডাকি

তোমায় ডাকিতে সদা

থাকে যেন মতি৷

ধরে থাকো মোরে এই মিনতি

তোমার কিরণে রাখো হে৷৷

নিয়ে যাও মোরে তব অমৃতধামে

রাখো হে আমায় তোমারই সনে

এ আকুতি জানাই তোমায় প্রভু হে

বিজয় জয় আমার প্রভু হে

সদা তোমার কিরণে থাকো হে৷

শ্রবণ, মনন ও নিদিধ্যাসন

শাস্ত্রীয় নির্র্দেশ অনুযায়ী মানুষের উন্নতির জন্যে তিনটি তত্ত্ব আবশ্যক৷ তিনটি তত্ত্ব কী?–না, শ্রবণ, মনন ও নিদিধ্যাসন৷ প্রথমে দেখা যাক্–শাস্ত্র বলতে কী ক্ষোঝায়?

আদর্শ সংবিধানের জন্যে প্রয়োজনীয় উপকরণ প্রসঙ্গে

সমাজচক্রের পরিবর্ত্তনের সঙ্গে সঙ্গে সমাজের দায়িত্ব ও কর্ত্তব্য পালনের প্রয়োজনে মানুষের সমাজে কিছু সংস্থার উদ্ভব হয়৷ তাদের মধ্যে রাষ্ট্র হ’ল একটা গুরুত্বপূর্ণ সংস্থা৷ একটা বিশেষ অঞ্চলে বসবাসকারী কোন জনগোষ্ঠী নিজের মঙ্গল ও উন্নতির প্রয়োজনে নিজেদের শাসন পরিচালনার জন্যে যে সংস্থার সৃষ্টি করে তাই হ’ল রাষ্ট্র৷ এই সংস্থা খুবই শক্তিশালী কারণ দেশের সার্বভৌম ক্ষমতা তারই হাতে ন্যস্ত৷

প্রজাতন্ত্রের প্রতিশ্রুতি পালিত হচ্ছে না

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

১৯৪৭ সালের ১৫ আগষ্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে৷ যদিও এই স্বাধীনতাকে সার্বিক স্বাধীনতা বলা যায় না৷ বলা চলে এদিন আমরা রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছি৷ অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাই নি৷ ব্রিটিশ শাসকের হাত থেকে শাসনতান্ত্রিক ক্ষমতা ভারতীয়দের হাতে এলেও বহুজাতিক পুঁজিপতি গোষ্ঠীর অর্থনৈতিক নাগপাশ থেকে ভারতের জনগণ মুক্তি লাভ করে নি৷