হাওড়া নিবাসী চুড়ামণি বাগের সহধর্মিনী সুনীতি বাগের পরলোক গমন
গত ১লা মাঘ সকালে কয়েকমাস অসুস্থ থাকার পর প্রবীণ আচার্য শচীনন্দন মণ্ডলের দ্বিতীয় কন্যা সুনীতি বাগ ৬৩ বছর বয়সে পরলোকে গমন করেন৷ শ্রীমতী বাগ হাওড়া জেলার কুলাই নিবাসী চুড়ামণি বাগের সহধর্মিনী ছিলেন৷ শ্রীমতী বাগ ছিলেন একজন ভক্তিমতী আনন্দমার্গের সাধিকা৷ তিনি ১৯৬৭ সালের ৫ই মার্চ আনন্দনগরে আক্রমণের সময় আশ্রমের মর্র্মন্তিক ঘটনার সাক্ষী ছিলেন৷ সারাজীবন তিনি সংঘটনের একজন সক্রিয় কর্মী ছিলেন৷ তিনি অসুস্থ স্বামী ও দুই পুত্রকন্যা রেখে যান৷ শ্রী চুড়ামণি বাগও একজন নিষ্ঠাবান মার্গের কর্মী ছিলেন৷ নোতুন পৃথিবীতে বেশ কয়েক বছর সেবাও দেন৷ হাওড়া জেলার রাণীহাটি আনন্দমার্গ প্রাইমারী সুকলে শ্রী বাগ অতীতে শি