চাষীদের জন্যে সব সরকারেরই মনোমোহিনী প্রকল্প কিন্তু তাতে গরীব চাষীদের মূল সমস্যার সমাধান হবে না
কেন্দ্রের বিজেপি সরকার থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্য সরকারগুলি বর্তমানে দেশের দারিদ্রপীড়িত, বঞ্চিত চাষীদের নানাভাবে সন্তুষ্ট করতে উঠে পড়ে লেগেছে৷ বিগত ৫ রাজ্যে বিজেপি’র নির্বাচনী বিপর্যয়ের পেছনে যে সংশ্লিষ্ট রাজ্যগুলির চাষীদের ক্ষোভ একটা প্রধান কারণ---তা সবাই উপলদ্ধি করতে শুরু করেছেন৷ এই কারণে মোদি সরকার চাষীদের কল্যাণে বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করছেন৷ ৫ রাজ্যের নির্বাচনের পর যে যে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এসেছে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কৃষিঋণ মুকুবের কথা ঘোষণা করেছে৷ বিজেপি শাসিত রাজ্যগুলিও সেই পথে চলেছে৷ সঙ্গে সঙ্গে কেন্দ্র চাষীদের আয়বৃদ্ধির নানান্ প্রকল্পের কথা ঘোষণা করছেন৷