সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আজ থেকে ৭৫ বছর পূর্বে নেতাজী আন্দামানে জাতীয় পতাকা উত্তোলন করে এখানকার দুটি দ্বীপের নাম রেখেছিলেন যথাক্রমে শহিদ ও স্বরাজ দ্বীপ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজীর সেই কীর্ত্তিকে স্মরণ করে নীল আইল্যাণ্ড ও হ্যাভলাত আইল্যাণ্ডের নাম সরকারীভাবে যথাক্রমে শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ রাখার কথা ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে রস আইল্যাণ্ডের নাম ‘নেতাজী সুভাষচন্দ্র বসু দ্বীপ’ রাখার কথা ঘোষণা করা হয়েছে৷ জাতীয় পতাকা উত্তোলনের ৭৫ বার্ষিকী স্মরণে ষ্ট্যাম্প ও ৭৫ টাকার বিশেষ মুদ্রাও প্রকাশ করা হয়৷