অনবদ্য স্বর্গীয় পরিবেশে সমাপ্ত হল ছয়দিন ব্যাপী মহাপ্রয়াণ দিবস কীর্ত্তন
’’কীর্ত্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত ভূবনে দ্বার ছিল যতগুলি’’৷
কীর্ত্তনই একমাত্র মাধ্যম যা মনকে সহজেই বিস্তৃত করে দেয়, উদার করে দেয়, সংকীর্ণতা মুক্ত করে দেয়৷ তাই কীর্ত্তনীয়ার কাছে মানুষে মানুষে কোন ভেদ নেই৷ মানব জীবনের জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ দুঃখের আত্যন্তিকি নিবৃত্তির একমাত্র উপায় হল সাধনা৷ তাই মানুষের জীবনে সাধনা অতি প্রয়োজনীয় আর এই সাধনায় সর্বাধিক সাহায্য করে কীর্ত্তন৷ মানুষ যখন স্পষ্টভাষায় উচ্চারণ করে কীর্ত্তন করে তখন তাঁর সমস্ত শরীর প্রাণ আত্মা পবিত্র হয়৷