ভারতের সমাজগুলিকে রক্ষার দায় যৌথভাবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির
আজ কেন্দ্রে যে দল শাসনে আছে তাদের হিসাবে ৯টি রাজ্যে বর্তমানে হিন্দুরা নাকি সংখ্যা লঘু হয়ে পড়েছে৷ তাই তাদের উন্নয়নের জন্য সংখ্যা লঘু তকমা দিয়ে বিশেষ সাহায্য দেবার প্রয়োজন৷ কিন্তু শাসকদের স্মরণে রাখতে হবে একটি কথা সংখ্যা লঘু হলেই যে তারা অনগ্রসর হয়ে গেল তা তো নয়৷ আর সংখ্যা গরিষ্ঠ হলেও যে তারা সব দিক থেকে উন্নত ও অগ্রসর হয়ে গেল সেটাও বিচারে ঠিক নয়৷ তাই নিরপেক্ষভাবে সরকারকে বিবেচনা করতেই হবে৷ সরকারের মতে পঞ্জাব, অরুণাচল প্রদেশস মিজোরাম, মেঘালয়,নাগাল্যাণ্ড, লাক্ষাদ্বীপ, জন্মুকশ্মীর,ল্যাদাক ও মনিপুর৷ অত্যন্ত লজ্জার কথা তা হলো অখণ্ড ভারতবর্ষকে যখন দ্বিজাতিতত্ত্বে ভাগ করা হয় তখন কিন্তু তার বিরুদ