January 2023

বোলতার কামড়ে কিশোরের মৃত্যু

সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হল বোলতার  কামড়ে৷ মালদহের হবিবপুর থানার তাইহোর বাবু পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷ বুধবার বিকালে সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ দাস স্কুল থেকে ফিরে বাড়ির পাশেই ফাঁকা মাঠে খেলতে গিয়েছিল৷ খেলতে খেলতে  ঢিল মেরে বোলতার চাক ভেঙে দিয়েছিল সৌরভ৷ এরপরই বোলতার  ঝাঁক তার পিছু ধাওয়া করে ছেঁকে ধরে৷ তাকে উদ্ধার করে স্থানীয় গ্রামীন হাসপাতালে ভর্ত্তি করা হয়৷ রাত দেড়টা নাগাদ মৃত্যু হয় তার৷

 

ইরানে চুলকেটে হিজাব পুড়িয়ে মহিলাদের বিক্ষোভ

ইরানের রাজধানী তেহেরানে গত ২০শে সেপ্ঢেম্বর মাথায় হিজাব না থাকায় নীতি পুলিশের মারে ২২ বছরের তরুণী মাহাশা আমিনের মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে সে দেশের মহিলামহল৷ অগ্ণিগর্ভ ইরান৷ পুলিশের সঙ্গে প্রতিবাদীদের খণ্ড যুদ্ধে হত ৭৬ জন৷ একজন পুলিশকর্মী হত, আহত অনেক৷ আগুনে পুড়ে ছাই থানা৷ আগুনে জ্বলেছে পুলিশের গাড়ী৷ বিক্ষোভ ছড়িয়েছে তিরিশটি শহরে৷

প্রতিবাদ দমনে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে সে দেশের কর্ত্তৃপক্ষ৷ গত মঙ্গলবার পরিবারের সঙ্গে মাহাশা তেহেরান যাওয়ার পথে নীতি পুলিশ তাদের গাড়ী আটক করে৷ মাহাশা মাথায় হিজাব নেই দেখে তাকে গাড়ী থেকে টেনে বের করে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷

 

বাঁকুড়ার ঐতিহ্যময় রাবণ কাটা নৃত্য বিলুপ্তির পথে

ইন্টারনেটের দৌলতে সোস্যাল মিডিয়া ও অন্যান্য আধুনিক বিনোদনের দাপটে বাংলা থেকে বহু লোকসংস্কৃতি হারিয়ে যেতে বসেছে৷ এর মধ্যে অন্যতম হল বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের ‘রাবণকাটা নৃত্য’৷ মূলত এটি এক উৎসব মূখর লোকনৃত্য৷ দুর্গাপূজার দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই নৃত্য অনুষ্ঠিত হয়৷ মল্লরাজাদের  সময়কাল থেকে চলে আসা এই নৃত্য আজ অবলুপ্তির পথে৷ এই লোকনৃত্যের দলে নয় জন সদস্য থাকে৷ তাদের কেউ হনুমান, জাম্বুবান, সুগ্রীব ও বিভীষণ ইত্যাদি সাজে সেজে রাবণ কাটা (বধ) করে৷ গামার কাঠের তৈরী  মুখোশ  হল এই নৃত্যের অন্যতম বৈশিষ্ট্য৷ এছাড়া শন দিয়ে তৈরী পোশাকেও থাকে বৈচিত্র্য, সঙ্গে থাকে লোকবাদ্য যন্ত্র৷ স্থানীয় রঘুনাথ জীউ মন্

আর্থিক মন্দার সবচেয়ে বড় ভবিষ্যদ্বানী

বিখ্যাত অর্থনীতিবিদ নুরিয়েল রুবিনী ২০০৮ সালে আর্থিক সঙ্কটের পূর্বাভাস দিয়ে চর্চায় এসেছিলেন৷ তার কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল৷ ফের তিনি খবরের শিরোনামে উঠে এলেন আরও একটি মন্দার ভবিষ্যদ্বানী করে৷ তার মতে দীর্ঘ ও কুৎসিত মন্দা আছড়ে পড়তে চলেছে আমেরিকা সহ গোটা বিশ্বে৷ এ বছরের শেষদিকে তা শুরু হবে৷ ২০২৩ সালের জুন পর্যন্ত এই মন্দার রেশ থাকবে৷ রুবিনীর  আশঙ্কা আসন্ন এই মন্দা এতটাই ভয়বহ হবে যে বহু রুগ্ণ কর্র্পেরেট সংস্থা, ব্যাঙ্ক প্রাইভেট ইকুইটি, ক্রেডিট ফান্ড ইত্যাদি নিশ্চিহ্ণ হয়ে যাবে৷ ঋণের ভারই তাদের অবলুপ্তির পথে ঠেলে দেবে৷

 

অনাহারে প্রতি চার সেকেণ্ডে বিশ্বে মৃত ১

শুধুমাত্র না খেতে পেয়ে অনাহারে বিশ্বে প্রতি ৪ সেকেণ্ডে একজনের মৃত্যু হচ্ছে৷ ২০০টির বেশী এন.জি.ও রাষ্ট্রসংঘে এমন চিত্র তুলে ধরেছে বলে সংবাদে প্রকাশ৷ তারা এই পরিস্থিতি থেকে বিশ্বকে বের করে আনতে সমস্ত দেশকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানায়৷ তাদের পেশ করা রিপোর্ট অনুযায়ী এই মুহুর্তে বিশ্বের ৩৪৫ কোটি মানুষ তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে৷ ৪৬ দেশের আরও ৫ কোটি বাসিন্দার অবস্থা তথৈবচ৷ বিশেষ করে ২০১৯ সালের পরে খাদ্য সংকটে ভুগতে থাকা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে গেছে৷ ভারত বিশ্ব খাদ্যসূচকে ২০২১ সালে ১০১ নম্বরে রয়েছে৷ ২০০৪ সালে ছিল ৫৫ নম্বরে৷ সমাজে বেড়ে চলা অসাম্যকেই এইজন্য দায়ী করেছেন অর্থনীতিবিদরা৷

মহাকাশ যান ‘আদিত্যের’ সূর্য অভিযান

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ ২০২৩ এর শুরুতেই সূর্যের দিকে উড়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গা- -নাইজেশনের (ইসরো) সাহসী উদ্যোগ ‘মহাকাশ যান আদিত্য’৷

আন্তর্জাতিক স্তরে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীদের ‘মেধা স্বীকৃত ও সম্মানিত হচ্ছে৷ ইসরোর একাধিক প্রকল্প বিদেশী বিজ্ঞানীরা সমীহ করছে৷ সৌর পরিবেশ নিয়ে গবেসনার জন্য পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরী মিশন ‘আদিত্য’ মহাকাশ যান তৈরীর কাজ প্রায় শেষ৷ এই মহাকাশযানে সাতরকমের যন্ত্র আছে যা পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরী হয়েছে৷

 

নাসার সৌজন্যে স্পষ্ট দেখা গেল নেপচুন

এই প্রথম স্পষ্ট ছবি পাওয়া গেল নবগ্রহের একগ্রহ নেপচুনের৷ সৌজন্যে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ৷ বিগত ত্রিশ বছরে সৌরজগতের শেষ গ্রহটির  এত চকচকে ছবি সামনে আসেনি৷ পৃথিবী থেকে ৪৩০ কোটি কিলোমিটার দূরে এই গ্রহটি অবস্থিত৷

 

দার্জিলিং এর টয়ট্রেনেও এবার ভিস্তাডোম কোচ

খুশির খবর পুজোর মুখে৷ টয়ট্রেনের সঙ্গে এবার জুড়ছে অত্যাধুনিক ভিস্তাডোম কোচ৷ ভিস্তাডোম কোচের বৈশিষ্ট্য হল এই কোচের ভিতরে বসে পর্যটকগণ চলন্ত ট্রেনে উপর সহ চারিদিকের পাহাড় জঙ্গলের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন৷

প্রতি সোম, বুধ ও শনিবার নিউজলপাইগুড়ির থেকে  দার্জিলিং-এর পথে ছুটবে ত্রি-সাপ্তাহিক ভিস্তাডোম কোচ সহ টয়ট্রেন৷ ভিস্তাডোম কোচের সঙ্গে  থাকছে এসি ফার্স্ট ক্লাশ ও রেস্তোরাঁ৷ দার্জিলিং থেকে ট্রেনটি ছাড়বে প্রতি রোববার মঙ্গলবার ও বৃহস্পতিবার৷  ২৬শে সেপ্ঢেম্বর থেকেই ট্রেনটি নিউজলপাইগুড়ি দার্জিলিং রুটে যাত্রা শুরু করবে৷ ভিস্তাডোম কোচে মাথা কিছু ভাড়া দেড় হাজার টাকা৷

 

অপারেশন মিডনাইট জঙ্গি দমনে সবচেয়ে বড় অভিযান, গ্রেপ্তার---১০০

দেশজুড়ে পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার  বিরুদ্ধে  তল্লাশি অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এই সংঘটনের সঙ্গে যুক্ত এখনও পর্যন্ত ১০০ জনের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার হয়েছেন এই সংঘটনের প্রধান পারভেজ আহমেদ আর তারও দুই মামা মহম্মদ ইলিয়াস ও এম সালেমও৷ স্বাধীনতার পরে দেশজুড়ে এতবড় সফল অভিযান এর আগে হয়নি৷ ইতোমধ্যে ১০০ জনের বেশী লোককে গ্রেপ্তার করা হয়েছে৷ তারমধ্যে কেরল থেকে ২২ জনকে কর্ণাটক থেকে ২০জন, মহারাষ্ট্র থেকে ২০ জন,তামিলনাড়ু থেকে ১০জন, অসম থেকে ৯ জন, উত্তর প্রদেশ থেকে ৮জন, মধ্যপ্রদেশ থেকে ৪জন, দিল্লী থেকে ২৩ জন ও বিহার থেকে ২জন৷ অভিযান এখনও চলছে

আমার দুর্গা

কৌশিক খাটুয়া

দুর্গার বোনাস ষাট হাজার টাকা

মাটি-বাঁশ-খড়ে-গড়া,

রক্ত-মাংসে গড়া দূর্র্গ আমার

ছিন্ন বসন পরা!

 

মাটির দূর্গা তিনটি তিথি

থাকে মোদের পাশে,

সুখ-দুঃখ নিয়ে আমার দূর্র্গ

দেখি বারো মাসে৷

 

মাটির দূর্র্গ রত্ন-শোভিত

জনতার সমাবেশে,

আদিখ্যেতার বহর দেখে

প্রাণের দূর্গা হাসে৷

 

কার দূর্গা কত বড়

উদ্যোক্তাদের বড়াই,

সন্তান কোলে দূর্গা আমার

চালায় বাঁচার লড়াই৷

 

ঢাক পিটিয়ে ঘন্টা নেড়ে

পুরোহিতের নাচ,

কার মঙ্গল লুকিয়ে আছে