বাঙলার শহীদ যতীন দাস
মাস ছয়েক আগের কথা ডাক্তার দেখাতে চেপেছিলাম মেট্রো, গন্তব্য যতীন দাস পার্ক৷ দুপুর বেলা প্রায় ফাঁকা স্টেশন, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দেখি কিছু ছেলেমেয়ে বসে৷ একটা মেয়ের মন্তব্য কানে এলো, পাশের জনকে বলছে,‘‘এই যতীন দাস নাকি খালি হাতে বাঘ মেরেছে৷ বাঘের সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা, হাঃ হাঃ হাঃ ‘‘হাউ ফানি ইয়ার’’৷
চমকে গেলাম শুণে, জবাব দিতে গিয়ে মনে পড়ে গেল দমদমে মেট্রো কাণ্ড৷ আমারও ষাট পেরিয়েছে, অপরিচিত কিশোরীর সাথে তর্ক করলে যদি নেটিজেনরা পারভার্টেড বুড়ো বলে দেগে দেয়৷
- Read more about বাঙলার শহীদ যতীন দাস
- Log in to post comments