January 2025

কৌশিক খাটুয়ার  কবিতা

 

(১)

ফুল বাগানে ব্যস্ত সভায়

চন্দ্রমল্লিকা ফুল,

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে

হয় না তাদের ভুল৷

শীত-প্রতিনিধি ঢালে প্রেম-প্রীতি,

মনের কথাটি শুণিতে অতিথি

এসেছে কাননে না মানিয়া তিথি৷

চন্দ্রমল্লিকা বরণ ডালায়

অভ্যর্থনা ও স্বাগত জানায়,

জানায় ভক্তিপূর্ণ প্রণতি৷

 

(২)

কমল কলির সৌন্দর্যে মুগ্দ

উদ্ভাসিত দিবাকর,

নিয়মিত ভোরে দেখিবার তরে

আবির্ভূত ভাস্কর৷

যেথা অবগুণ্ঠিতা কুসুম কলি

ক্রমশঃ পাপড়ি মেলে,

সরোবরে তারা শতদল হয়ে

বিকশিত দলে দলে!

বিবেকানন্দ স্মরণে রাখি তাঁরে মননে

শিবরাম চক্রবর্তী

বীর সন্ন্যাসী বিবেকানন্দের

          সারসত্তায় পাই,

ভারতআত্মার জাগরণেই

          মনে দিতেন ঠাঁই৷

আবার তিনি প্রগতিশীল

          মনেও ছিলেন ভারী,

তাই তো তিনি সত্যের ভাষণ

          করতেন সদাই জারি৷

খালি পেটে ধর্ম হয় না

          এই ছিল তার বাণী,

অন্ন-বস্ত্র-শিক্ষা-স্বাস্থ্য

          গৃহ চাই একখানি৷

পদব্রজে ভারত ভ্রমণ

          করে তিনি দেখেন,

কত কষ্টে দেশবাসীরা

          দিনযাপনে থাকেন৷

তারই মাঝে জাত-পাত আর

(ধর্মের) গোঁড়ামিও বেশ ছিল,

হিন্দি হাঙরের মুখে বহু জনগোষ্ঠী প্রাউটের পথে সমাজ আন্দোলনই সমস্যার সমাধান

 স্বাধীনতার পর থেকেই স্বদেশী সাম্রাজ্যবাদী শোষকের শোষণের স্বীকার ভারতের বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জনগোষ্ঠীগুলি৷ শোষনের প্রাথমিক কৌশল ছিল হিন্দিভাষাকে অবলম্বন করে অন্যান্ন ভাষা সাহিত্য সংস্কৃতিকে অবদমিত করে রাখা৷ বাংলা ছাড়া ভোজপুরী, মগহী, অঙ্গিকা, মৈথিলী, বুন্দেলি, বাঘেলী সহ বেশ কিছু ভাষার ক্ষেত্রে শোষকরা অনেকটাই সফল৷ বাংলাকেও অবদমিত করে রাখার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে৷ তবে বাংলার উন্নত ভাষা ,সাহিত্য সংস্কৃতির সঙ্গে পেরে উঠছে না৷ বিহারের জনগোষ্ঠীগুলোকে তাদের মাতৃভাষা ভুলিয়েই দিয়েছে৷

অসমকে বাঙালীমুক্ত করার প্রক্রিয়া শুরু বাঙলার মাটি থেকে বাঙালী উচ্ছেদের চক্রান্ত

অসম আমরা বাঙালীর রাজ্যসচিব ও অসমের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির কো-চেয়ারম্যান সাধনপুরকায়স্থ অভিযোগ করেন---অসমিয়া আধিপত্যবাদীদের দৌরাত্মে ব্রহ্মপুত্র ও বরাকভ্যালির ১৫ থেকে ২০লক্ষ বাঙালী অসম ছেড়ে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গ ও অন্য রাজ্যে চলে গেছেন তিনি বলেন এখনও যদি বাঙালীরা ঐক্যবদ্ধ হয়ে রুখে না দাঁড়ায় তাহলে অসমে বাঙালী শূন্য হয়ে যাবে৷ বাঙালী হিন্দু-মুসলমান মিলিতভাবে লড়াই না করলে বাঙলার নিজস্ব জমি বরাকভ্যালিতেও বাঙালী থাকতে পারবে না৷ শ্রীপুরকায়স্থ মনে করেন---বাঙালীর সামনে আরও বড় বিপদ আছে৷

উত্তর ২৪পরগণায় অখণ্ড কীর্ত্তন

৫ই জানুয়ারী বনগাঁ মহকুমার রামচন্দ্রপুর গ্রামে বিশিষ্ট আনন্দমার্গী শ্রীতুষার মণ্ডলের বাসগৃহে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম্‌ কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে বনগাঁ মহকুমার বিভিন্ন গ্রামের মার্গী ভাইবোনেরা তুষার মণ্ডলের বাসগৃহে সমবেত হয়ে কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ স্থানীয় গ্রামবাসীবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ উপস্থিত সকলে তিনঘন্টা কীর্ত্তনের অনির্বচনীয় ভাবতরঙ্গে ও সুরমুর্চ্ছনায় স্বর্গীয় আনন্দে অতিবাহিত করে৷ কীর্ত্তন মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়ের পর কীর্ত্তন মহিমা ও ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন প্রবর্তনের গুরুত্ব ও প্রয়োজনীয় তার কথা স

নিউব্যারাকপুরে অখণ্ড কীর্ত্তন

গতকাল নিউ ব্যারাকপুরের বড় বটতলায় শ্রীমোহনলাল অধিকারী মহাশয়ের বাড়ীতে বেলা এগারটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ৬ঘন্টা অখণ্ড বাবা নাম কেবলম কীর্তন অনুষ্ঠিত হ’ল৷ কীর্তন শেষে কীর্তনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর, তৎসহ আদর্শ মানুষ জীবনচর্চা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও আচার্য অভিব্রতানন্দ অবধূত দাদা৷ এই কীর্তনানুষ্ঠানে স্থানীয় ও পার্শবর্তী ইউনিটের সকল মার্গী ভাই-বোন উপস্থিত হ’য়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন৷ কীর্তনে পরিচালনা করেছেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, শ্রীহরলাল হাজারী, শ্রী শুভজিৎ হাজারী ও অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশান

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চীন

গত মঙ্গলবার সকালে ৭.১ তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিববত৷ যার প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও৷ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শিগাতসের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ৷ ভূমিকম্পের উৎসস্থল তিববতের তিংরি প্রদেশে৷ এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে দেখা হয়৷

দিল্লি-সহ উত্তর ভারতে ধোঁয়াশার দাপট কমেনি

জানা গেছে, ২০২৪ সালে মাত্র ১২১ দিন পরিষ্কার বাতাস ছিল রাজধানীতে! বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মাপকাঠি অনুযায়ী প্রতি ঘনমিটারে পিএম ২.৫-এর সহনীয় মাত্রা ৫ মাইক্রোগ্রাম৷ সেখানে নয়াদিল্লির দূষণের মাত্রা অনেক বেশি৷ দিল্লির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে দিল্লিতে বার্ষিক পিএম ২.৫ এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১০৪.৭ মাইক্রোগ্রাম৷ এই মান বাতাসের জাতীয় গুণমানের সর্র্বেচ্চ মাত্রার (প্রতি ঘনমিটারে ৪০ মাইক্রোগ্রাম) আড়াই গুণেরও বেশি৷ রিপোর্টের দাবি, গোটা ২০২৪ সালে মাত্র ১২১ দিন বাতাসে পিএম ২.৫ নির্ধারিত মানের কম ছিল, যা গত ২০২৩ সালের ১৫২ দিনের রেকর্ডও ভেঙে দিয়েছে৷

এ আইয়ের জন্যে দু’হাজার বছরের প্রাচীন ইতিহাসের রহস্য উন্মোচিত

নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না নিকোলার্ডি৷ এও কী সম্ভব! এআইয়ের কল্যাণে দু’হাজার বছরের প্রাচীন ইতিহাসের রহস্য আজ উন্মোচিত৷

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নতুন জটিলতা

এ বার সমস্যার কারণ ইংল্যান্ডের আপত্তি৷ আফগানিস্তানের বিরুদ্ধে না-ও খেলতে পারেন জস বাটলারেরা৷ ব্রিটেনের অন্তত ১৬০ জন রাজনৈতিক নেতা চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম অংশগ্রহণকারী দেশটিকে বয়কটের ডাক দিয়েছেন৷ যদিও এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্তারা কোনও মন্তব্য করেননি৷