আলোকের পথ ধরে
জাগরণ আসে বিভাবরী শেষে
আলোকের শুভ সূচনা,
নববর্ষের নবারুণ হাসে
সবই পরমপিতার রচনা৷
উন্নয়নে জাগে জনপদ
নববর্ষের কঠোর শপথ------
নব্যমানবতাবাদের প্রতিষ্ঠা,
নির্মূল হোক কায়েমী স্বার্থের
বিধবংসী অপচেষ্টা৷
জীবের সেবায় হয়ে নিয়োজিত,
সবারে চাই করিতে প্রীত৷
সেই লক্ষ্যে অবিচল থেকে
কঠোর সাধনে ব্রতী,
নবযৌবন সুচি করে মন
জনস্বার্থে অগগতি৷
এই ধরনীর জল ও বাতাসে
ফলে ভরা মধু ফুলের সুবাসে,
সকলের রবে সম অধিকার
সংবৎসর করিব প্রচার৷
- Read more about আলোকের পথ ধরে
- Log in to post comments