জিডিপি নয় অর্থনীতিকে হতে হবে বাস্তবমুখী
জিডিপির হার নিম্নমুখী৷ গত ৩১শে মে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী জানুয়ারী---মার্চ ত্রৈমাসিক আর্থিক বৃদ্ধির হার কমেছে৷ অক্টোবর-ডিসেম্বরে জিডিপির হার ছিল ৫.৪ শতাংশ৷ জানুয়ারী-মার্চে কমে হয়েছে ৪.১ শতাংশ৷
জিডিপির ওঠানাম নিয়ে দেশের আর্থিক মানদণ্ড নির্ণয় করা হয়৷ কিন্তু এই জিডিপি কি দেশের প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরতে পারে৷ দেশের সাধারণ মানুষের সঙ্গে এই জিডিপির সম্পর্ক কতটুকুই বা৷
‘জিডিপি’ ‘জিডিপি’ করে সরকার দেশবাসীকে চমকে দিচ্ছে৷ সরকার বলতে চাইছেন, দেশ দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ---যা কল্পনা করা কষ্টকর৷
- Read more about জিডিপি নয় অর্থনীতিকে হতে হবে বাস্তবমুখী
- Log in to post comments