লেখক
সাক্ষীগোপাল দেব
‘মা’ ডাকে তে ভাষার স্ফূরন
‘মা’ মহামন্ত্র,
‘মা’ ধবনিতে বেজে উঠে
সকল হৃদয় তন্ত্র৷
কান্না হাসির দোদুল দোলায়
জীবন পানসী ভাসে,
অমানিসা কেটে গিয়ে
জীবনটা উদ্ভাসে৷
কে জানতো এতশক্তি
ধরে মাতৃভাষা,
শত্রুদের ধবংস করে
আগুন শত্রুনাশা৷
বুকের রক্তে রক্ষা করে
মাতৃভাষার মান,
আবুল,বরকত, রফিক, সালাম
আরও বীর সন্তান৷
দেখিয়ে দিল জাত বাঙালী
গড়লো নজির বিশ্বে,
বাংলা ভাষার বিজয় কেতন
উঠলো সবার শীর্ষে৷
বাংলাদেশটা স্বাধীন হলো
শুধু ভাষার জন্য,
জয় হলো আজ মাতৃভাষার
আমরা বাঙালী ধন্য৷
- Log in to post comments