অভিপ্রায়

লেখক
কৌশিক খাটুয়া

আমি দু’হাত ভরে তুলেছি ফুল

 শুধু তোমার চরণে নিবেদনে,

 রঙিন ফুলে গাঁথা মালা

 হৃদয়ে সাদরে বরণে৷

 

আমি মন-বেদি পরে আলপনা আঁকি

 শুধু তোমার আকুল স্মরণে,

 কাঞ্চনে গাঁথা উদ্ভাসিত মনি

 তব সৃষ্টির শোভা বর্ধনে!

 

আমি অপার আনন্দে নন্দিত

 ভজনে, গানে ও কীর্তনে,

ভাবের গভীরে নিজেরে হারায়ে

 স্পন্দিত একি শিহরণে!

 

আমি তোমার সুরে সুর হতে চাই

 মোহন বেনুর রণনে,

আমি তোমার রঙে রঙ মিলিয়ে

 আপ্লুত হই মননে!

 

আমি রয়েছি তোমার কল্যান কাজে

 পীড়িতের দুঃখ মোচনে,

সেবক হইয়া সমাজে বিরাজি

 মঙ্গল ব্রত রূপায়ণে৷

 

আমি ধূসর ধুলির ধুলিকণা

 তব রাতুল চরণ পরশে,

আমি পুষ্পের মাঝে ফুলরেণু হয়ে

 মধু বিতরণ হরষে৷

 

কাব্যিক ভাবের ভাষা আমি

 শব্দবদ্ধ ছন্দ,

তোমার চরণে নিত্য নিবেদনে

 পাই অনাবিল আনন্দ!

 

আমি তোমার আদর্শে হব সুমহান

 ঐতিহ্যের অধিকারী,

জীবন সঁপিয়া তব পরিচয়

 যেন জনমনে দিতে পারি৷

 

বিশ্ববাসীর নিদ্রা ভাঙ্গিয়ে

 নবজাগরণের আহ্বান,

শুভ চেতনার কেতন উড়ায়ে

 গাই জীবনের জয়গান৷

 

সরিতার মত জীবনধারা

 সাগরে হারিয়ে যাই,

মানব জীবনে সার্থকতায়

লব পুরুষোত্তম কোলে ঠাঁই৷