লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
জগত জুড়ে চলছে সবাই
শিখছে কত কিছু,
চলছে সবে সুমুখ পানে
তাকাও কেন পিছে?
খাটছে মানুষ দিবা রাতি
গড়ছে বাড়ি ঘর,
দুদিন পর সব ছাড়িয়া
হচ্ছে দেশান্তর৷
গ্রহান্তরের মানুষ বুঝি
বিশাল অন্তর,
হচ্ছে সবার মেলা মেশা
জেনো নিরন্তর৷
আত্মীয়তা বাড়ছে
কাটছে ঘনঘোর,
নেট দুনিয়ার সবাই কাছের
এলো নোতুন ভোর৷
মনের মতন খুঁজি কাজে
খাটছে সারাক্ষণ,
কাজের মাঝে গড়ছে নিজে
করি জীবন পণ৷
সবার হৃদের একই ভাষা
সবে আপন জন,
হৃদিধারায় বহিয়া চিতে
করো বিশালমন!
- Log in to post comments