আমি ঝাড় বাংলার ব্যাটা

লেখক
মনোতোষ মণ্ডল

হতে পারি নি বাপের ব্যাটা,

তাই হয়েছি মায়ের ব্যাটা৷

হাতে চুড়ি, পরণে শাড়ি,

সিঁথিতে সিন্দুর, মাথায় ঘোমটা৷

ঘরের ভিতর সুখে আছি

নেই জ্বালা যন্ত্রণা৷

খাই দাই, ঘুমিয়ে কাটাই,

দেশের ভাবনা ভাবি না৷

হায় রে বাঙালি, সব খোয়ালি

বেঁচেছে, কেবল ভিটেমাটি

আর বেশি দিন দূরে নাই,

হারিয়ে যাবে বাংলার ঘাঁটি৷

নকশা গেল, পড়চা গেল,

দলিল পত্র বাতিল৷

ঝুমুর বাউল কীর্তন গেল

ভাসানের গান সামিল৷

আর কতোদিন সইবো

মোরা অপমানের জ্বালা

ঘোমটা খুলে বেরিয়ে এসো,

এবার মোদের পালা৷

ঝাড়ের  মাটি দুর্জয় ঘাঁটি

বীর বাঙালী জাতি৷

মাতৃভাষার মান বাড়াতে

আমরা সবাই সাথী৷

এসো ভাই এসো মিলেমিশে মোরা

বাংলার গান গাই৷

ঝাড় বাংলার মানুষ মোরা

হিন্দি তাড়াতে চাই৷

সাজ ওরে সাজ,

পরি রণসাজ তুলে দিয়ে ঘোমটা৷

দীপ্তকন্ঠে, হিন্দি হঠাতে গাও নবসুরে,

আমি ঝাড় বাংলার ব্যাটা৷৷